পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের বরখাস্তের তালিকা করছেন ট্রাম্প
- প্রকাশের সময় : ১২:২৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ২৭ বার পঠিত
স্বাধীনবাংলা,আন্তর্জাতিক খবরঃ
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রতিরক্ষা দপ্তরের যেসব কর্মকর্তাকে বরখাস্ত করা হবে, তাঁদের তালিকা করছেন। বরখাস্তের সম্ভাব্য তালিকায় মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ অন্তর্ভুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, এটিকে পেন্টাগনে একটি ‘নজিরবিহীন ঝাঁকুনি’ হিসেবে দেখা হচ্ছে। সূত্রগুলো জানিয়েছে, পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের পরিকল্পনাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে।
অবশ্য পেন্টাগনে গণহারে সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করার বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। ট্রাম্প নিজে এই পরিকল্পনাকে সমর্থন করবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।
অতীতে ট্রাম্পকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করতে দেখা গেছে। অবশ্য এই কর্মকর্তারাও ট্রাম্পের সমালোচনা করেছিলেন।
পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তসংক্রান্ত পরিকল্পনার বিষয়ে বক্তব্য জানতে ট্রাম্পের প্রচার টিমের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। কিন্তু তারা রয়টার্সের এই অনুরোধে সাড়া দেয়নি।
সূত্র অনুযায়ী, ট্রাম্পের প্রশাসন সম্ভবত সেসব মার্কিন সামরিক কর্মকর্তাদের নিশানা করবে, যারা যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ জেনারেল মার্ক মিলের সঙ্গে সংশ্লিষ্ট।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে মার্ক মিলে ছিলেন মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান। প্রখ্যাত মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডের ‘ওয়ার’ শিরোনামের একটি বই গত মাসে প্রকাশিত হয়। এই বইয়ে মার্ক মিলের উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে। তিনি ট্রাম্পকে ‘ফ্যাসিবাদী’ বলে অভিহিত করেছেন। এজন্য মার্ক মিলকে নিশানা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্য সূত্র অনুযায়ী, মার্ক মিলে যাদের মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিভিন্ন পদে নিযুক্ত করেছেন, তাদের প্রত্যেকে বরখাস্ত হবেন।
এসবিএন