ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

❝নতুন প্রজন্ম এর কাছে ছাত্রদল এর রাজনীতি প্রসঙ্গে❞

সৈকত হোসেন ইমরান, সদস্য সচিব,কালীগঞ্জ পৌর শাখা ছাত্রদল গাজীপুর:
  • প্রকাশের সময় : ১২:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ৭৪ বার পঠিত

সৈকত হোসেন ইমরান, সদস্য সচিব কালীগঞ্জ পৌর শাখা ছাত্রদল গাজীপুর।

স্বাধীনবাংলা টেলিভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

সৈকত হোসেন ইমরান, সদস্য সচিব:

এই কথা বলে শুরু করলে কোনও অত্যুক্তি হবে না যে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যত সংগঠন বিকাশ লাভ করেছে, এর মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল একটি গুরুত্বপূর্ণ সংগঠন।

ছাত্রজীবন যেমন কর্মজীবনে প্রবেশের প্রস্তুতিকাল, তেমনি ছাত্ররাজনীতিও জাতীয় রাজনীতির প্রবেশের প্রস্তুতি স্বরূপ। কর্মী সংগ্রহ, নেতৃত্ব বাছাই, প্রতিযোগিতামূলক বিকাশ ও জাতীয় রাজনীতিতে নেতা সরবরাহের যে প্রক্রিয়া ছাত্রদলে অনুসৃত হয়, তা ছাত্রদলকে নিয়ে গেছে শ্রেষ্ঠতম শিখরে।

ছাত্রদলের জন্মলগ্নের অনন্য বৈশিষ্ট্য এই যে, এই সংগঠনটি গড়ে উঠেছিল আধুনিক বাংলাদেশের রূপকার প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘উৎপাদনের রাজনীতি’ তত্ত্বে বিশ্বাসী হয়ে। ‘উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থাই আমাদের লক্ষ্য’ স্লোগানকে ধারণ করে ছাত্রদল প্রতিষ্ঠালগ্ন থেকেই জিয়াউর রহমানের উন্নয়নের রথে সারথির ভূমিকা পালন করে গেছে।শিক্ষা ঐক্য প্রগতি’-কে ব্রত করে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠায় উদ্যোগী হন।

এই চাহিদা পূরণে আগামীর প্রয়োজনে জিয়াউর রহমান ১৯৭৯ সালের ১ জানুযারি গঠন করেন জাতীয়তাবাদী ছাত্রদল।ছাত্রদল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, মানবিক, উৎপাদন ও উন্নয়নমুখী দেশ এবং সমাজ গড়ার আদর্শকে দেশের জনগণ বিশেষ করে ছাত্রসমাজের হৃদয়ে প্রোথিত করে তা বাস্তবায়নের আন্দোলন সংগ্রামে অনুপ্রাণিত করে। যে কারণে ২০০৭ সালের ১/১১-খ্যাত অস্বাভাবিক সরকার এসেছিল, তখন ছাত্রদলই প্রথম রুখে দাঁড়িয়েছিল।

২০০৮ সালের প্রহসনের নির্বাচন ও ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সিন্দাবাদের ভূতের মতো চেপে বসা গণতন্ত্রের আড়ালে নব্য স্বৈরতন্ত্রের বিরুদ্ধে চলমান আন্দোলনেও ছাত্রদল প্রথম কাতারের সৈনিক।

বিএনপির হিসাব মতে, এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়তে গিয়ে পার্টির নেতাকর্মীদের মাথায় মিথ্যা মামলার সংখ্যা ৭৮ হাজার ৩২৩টি, আসামির সংখ্যা ৭ লাখ ৮৩ হাজার ২৩৮ জন, সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মোট খুন ৫২০ জন, অপহরণের সংখ্যা ৭৪৭ জন, এখন পর্যন্ত নিখোঁজ আছে ১৫৭ জন, নির্যাতনের শিকার ৩৭ লাখ,২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সর্বচ্চো ভূমিকা ত্যাগ ছিলো ছাত্রদল এর,পুলিশের গুলিতে নিহত ১৮ জন ছাত্রদল কর্মি’ দল, দেশ ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ছাত্রদলের ওপর দিয়েই যে এই রোষের মূল খড়্গ পতিত হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।ছাত্রদল মূলত বিএনপি ও এর সহযোগী-অঙ্গসংগঠনগুলোর জন্য দক্ষ, মেধাবী, প্রজ্ঞাবান ও বাংলাদেশি জাতীয়তাবাদে প্রশিক্ষিত নেতাকর্মী তৈরির বিদ্যাপীঠ।

প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, প্রশিক্ষিত রাজনৈতিক কর্মীই একটি দলের প্রাণশক্তি। ছাত্রদল থেকে উঠে আসা নেতারা প্রশিক্ষিত রাজনৈতিক কর্মীরা  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সহযোগী হয়ে বিভিন্ন অঙ্গ-সঙ্গঠনে নিজেকে যুক্ত রাখেন। যা অন্য যেকোনও ছাত্র সংগঠন থেকে এই সংগঠনটির স্বাতন্ত্র্যকে  দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে।

 

তাই আমি জুর গলায় বলতে চাই সুষ্ট ধারার ছাত্র রাজনীতি বজায় রাখতে, নিরাপদ ক্যামপাস ছাত্র,ছাত্রীদের মনন শীল রাজনীতিতে ছাত্রদল ভূমিকা অসিম,নতুন প্রজন্মদের ছাত্রদলের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শেষ করছি।

 

লেখক:

সৈকত হোসেন ইমরান, সদস্য সচিব

কালীগঞ্জ পৌর শাখা ছাত্রদল গাজীপুর।

 

❝নতুন প্রজন্ম এর কাছে ছাত্রদল এর রাজনীতি প্রসঙ্গে❞

প্রকাশের সময় : ১২:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
সংবাদটি শেয়ার করুন :

সৈকত হোসেন ইমরান, সদস্য সচিব:

এই কথা বলে শুরু করলে কোনও অত্যুক্তি হবে না যে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যত সংগঠন বিকাশ লাভ করেছে, এর মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল একটি গুরুত্বপূর্ণ সংগঠন।

ছাত্রজীবন যেমন কর্মজীবনে প্রবেশের প্রস্তুতিকাল, তেমনি ছাত্ররাজনীতিও জাতীয় রাজনীতির প্রবেশের প্রস্তুতি স্বরূপ। কর্মী সংগ্রহ, নেতৃত্ব বাছাই, প্রতিযোগিতামূলক বিকাশ ও জাতীয় রাজনীতিতে নেতা সরবরাহের যে প্রক্রিয়া ছাত্রদলে অনুসৃত হয়, তা ছাত্রদলকে নিয়ে গেছে শ্রেষ্ঠতম শিখরে।

ছাত্রদলের জন্মলগ্নের অনন্য বৈশিষ্ট্য এই যে, এই সংগঠনটি গড়ে উঠেছিল আধুনিক বাংলাদেশের রূপকার প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘উৎপাদনের রাজনীতি’ তত্ত্বে বিশ্বাসী হয়ে। ‘উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থাই আমাদের লক্ষ্য’ স্লোগানকে ধারণ করে ছাত্রদল প্রতিষ্ঠালগ্ন থেকেই জিয়াউর রহমানের উন্নয়নের রথে সারথির ভূমিকা পালন করে গেছে।শিক্ষা ঐক্য প্রগতি’-কে ব্রত করে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠায় উদ্যোগী হন।

এই চাহিদা পূরণে আগামীর প্রয়োজনে জিয়াউর রহমান ১৯৭৯ সালের ১ জানুযারি গঠন করেন জাতীয়তাবাদী ছাত্রদল।ছাত্রদল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, মানবিক, উৎপাদন ও উন্নয়নমুখী দেশ এবং সমাজ গড়ার আদর্শকে দেশের জনগণ বিশেষ করে ছাত্রসমাজের হৃদয়ে প্রোথিত করে তা বাস্তবায়নের আন্দোলন সংগ্রামে অনুপ্রাণিত করে। যে কারণে ২০০৭ সালের ১/১১-খ্যাত অস্বাভাবিক সরকার এসেছিল, তখন ছাত্রদলই প্রথম রুখে দাঁড়িয়েছিল।

২০০৮ সালের প্রহসনের নির্বাচন ও ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সিন্দাবাদের ভূতের মতো চেপে বসা গণতন্ত্রের আড়ালে নব্য স্বৈরতন্ত্রের বিরুদ্ধে চলমান আন্দোলনেও ছাত্রদল প্রথম কাতারের সৈনিক।

বিএনপির হিসাব মতে, এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়তে গিয়ে পার্টির নেতাকর্মীদের মাথায় মিথ্যা মামলার সংখ্যা ৭৮ হাজার ৩২৩টি, আসামির সংখ্যা ৭ লাখ ৮৩ হাজার ২৩৮ জন, সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মোট খুন ৫২০ জন, অপহরণের সংখ্যা ৭৪৭ জন, এখন পর্যন্ত নিখোঁজ আছে ১৫৭ জন, নির্যাতনের শিকার ৩৭ লাখ,২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সর্বচ্চো ভূমিকা ত্যাগ ছিলো ছাত্রদল এর,পুলিশের গুলিতে নিহত ১৮ জন ছাত্রদল কর্মি’ দল, দেশ ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ছাত্রদলের ওপর দিয়েই যে এই রোষের মূল খড়্গ পতিত হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।ছাত্রদল মূলত বিএনপি ও এর সহযোগী-অঙ্গসংগঠনগুলোর জন্য দক্ষ, মেধাবী, প্রজ্ঞাবান ও বাংলাদেশি জাতীয়তাবাদে প্রশিক্ষিত নেতাকর্মী তৈরির বিদ্যাপীঠ।

প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, প্রশিক্ষিত রাজনৈতিক কর্মীই একটি দলের প্রাণশক্তি। ছাত্রদল থেকে উঠে আসা নেতারা প্রশিক্ষিত রাজনৈতিক কর্মীরা  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সহযোগী হয়ে বিভিন্ন অঙ্গ-সঙ্গঠনে নিজেকে যুক্ত রাখেন। যা অন্য যেকোনও ছাত্র সংগঠন থেকে এই সংগঠনটির স্বাতন্ত্র্যকে  দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে।

 

তাই আমি জুর গলায় বলতে চাই সুষ্ট ধারার ছাত্র রাজনীতি বজায় রাখতে, নিরাপদ ক্যামপাস ছাত্র,ছাত্রীদের মনন শীল রাজনীতিতে ছাত্রদল ভূমিকা অসিম,নতুন প্রজন্মদের ছাত্রদলের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শেষ করছি।

 

লেখক:

সৈকত হোসেন ইমরান, সদস্য সচিব

কালীগঞ্জ পৌর শাখা ছাত্রদল গাজীপুর।