ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুর টেস্টে সাকিবকে দলে রাখার ব্যাখা দিলো বিসিবি

স্বাধীনবাংলা, খেলার খবরঃ
  • প্রকাশের সময় : ১০:৫৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ১৯ বার পঠিত
স্বাধীনবাংলা টেলিভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

স্বাধীনবাংলা, খেলার খবরঃ

মাঠ থেকে টেস্টের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে সাকিবকে রেখে দল ঘোষণা করেছে বিসিবি। ২১ অক্টোবর শেষ টেস্ট খেলতে নামবেন মিরপুরে। দুবাইয়ে থাকা সাকিব বৃহস্পতিবার ঢাকায় ফিরবেন।

সাকিবের ইচ্ছাপূরণ হতে চলেছে। খুব কম ক্রিকেটারই এমন সুযোগ পান। বাংলাদেশে সংখ্যাটা আরও কম। সব ঠিক থাকলে সাদা পোষাকে রাজসিক ক্যারিয়ারের শেষটা মাঠ থেকেই হতে চলেছে।

সব শঙ্কা কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তাকে রেখেছেন নির্বাচকরা। ১৫ সদস্যের স্কোয়াডে যেটুকু আলোচনা শুধুই সাকিবকে ঘিরে। বাকি সবাই ছিলেন সদ্য সমাপ্ত ভারত সফরে। বাদ পড়েছেন খালেদ আহমেদ।

পেস ডিপার্টমেন্ট সামলাবেন তাসকিন, হাসান মাহমুদ ও নাহিদ রানা। ঘরের মাঠে খেলা, তাই স্কোয়াডে স্পিনারের আধিক্য। সাকিব ছাড়াও আছেন মেহেদী মিরাজ, তাইজুল ও নাঈম হাসান।

বিসিবি নির্বাচক হান্নান সরকার বলেন, ক্রিকেট বোর্ড থেকে আমরা যখন গ্রিন সিগন্যাল পেলাম, সাকিব ইজ এভেইলেবল ফর সিলেকশন। স্বাভাবিকভাবেই আমরা সাকিবকে সিলেক্ট করেছি। এটা একটা আনন্দের বিষয় যে এই ধরনের একটা লিজেন্ড খেলোয়াড়, মিরপুর হোম অব ক্রিকেট থেকে বিদায় নিতে পারছে; এটা খেলোয়াড় হিসেবে তার জন্য যেমন পাওয়া, বাংলাদেশের মানুষ হিসেবেও আমাদের সবার জন্য পাওয়া।

ভারত সফরের মাঝে কানপুরে বিদায়ী পরিকল্পনার ঘোষণা দেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব। তবে শুরুতে অন্তর্বর্তী সরকার ও ক্রিকেট বোর্ড প্রকাশ্যে সাকিবকে শেষ টেস্ট খেলার সবুজ সংকেত দেয়নি। কেননা তিনি ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য। ছাত্র আন্দোলনে নিশ্চুপ থেকে হয়েছেন অনেকের চোখের কাটা।

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করায়, পাল্টে যেতে থাকে পরিস্থিতি। ক্রীড়া উপদেষ্টা থেকে বিসিবি সভাপতি সবাই স্বাগত জানান সাকিবকে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে সাকিব এখন আরব আমিরাতে অবস্থান করছেন। সেখানেই তার সঙ্গে প্রথমবার দেখা হবার কথা বিসিবি সভাপতি ফারুক আহমেদের।

৭১ টেস্টে অপরাজিত সাকিব বিদায়ী ৭২ নম্বর ম্যাচটা খেলতে শুরু করবেন ২১ অক্টোবর মিরপুরে।

 

এসবিএন

নিউজটি শেয়ার করুন

মিরপুর টেস্টে সাকিবকে দলে রাখার ব্যাখা দিলো বিসিবি

প্রকাশের সময় : ১০:৫৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
সংবাদটি শেয়ার করুন :

স্বাধীনবাংলা, খেলার খবরঃ

মাঠ থেকে টেস্টের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে সাকিবকে রেখে দল ঘোষণা করেছে বিসিবি। ২১ অক্টোবর শেষ টেস্ট খেলতে নামবেন মিরপুরে। দুবাইয়ে থাকা সাকিব বৃহস্পতিবার ঢাকায় ফিরবেন।

সাকিবের ইচ্ছাপূরণ হতে চলেছে। খুব কম ক্রিকেটারই এমন সুযোগ পান। বাংলাদেশে সংখ্যাটা আরও কম। সব ঠিক থাকলে সাদা পোষাকে রাজসিক ক্যারিয়ারের শেষটা মাঠ থেকেই হতে চলেছে।

সব শঙ্কা কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তাকে রেখেছেন নির্বাচকরা। ১৫ সদস্যের স্কোয়াডে যেটুকু আলোচনা শুধুই সাকিবকে ঘিরে। বাকি সবাই ছিলেন সদ্য সমাপ্ত ভারত সফরে। বাদ পড়েছেন খালেদ আহমেদ।

পেস ডিপার্টমেন্ট সামলাবেন তাসকিন, হাসান মাহমুদ ও নাহিদ রানা। ঘরের মাঠে খেলা, তাই স্কোয়াডে স্পিনারের আধিক্য। সাকিব ছাড়াও আছেন মেহেদী মিরাজ, তাইজুল ও নাঈম হাসান।

বিসিবি নির্বাচক হান্নান সরকার বলেন, ক্রিকেট বোর্ড থেকে আমরা যখন গ্রিন সিগন্যাল পেলাম, সাকিব ইজ এভেইলেবল ফর সিলেকশন। স্বাভাবিকভাবেই আমরা সাকিবকে সিলেক্ট করেছি। এটা একটা আনন্দের বিষয় যে এই ধরনের একটা লিজেন্ড খেলোয়াড়, মিরপুর হোম অব ক্রিকেট থেকে বিদায় নিতে পারছে; এটা খেলোয়াড় হিসেবে তার জন্য যেমন পাওয়া, বাংলাদেশের মানুষ হিসেবেও আমাদের সবার জন্য পাওয়া।

ভারত সফরের মাঝে কানপুরে বিদায়ী পরিকল্পনার ঘোষণা দেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব। তবে শুরুতে অন্তর্বর্তী সরকার ও ক্রিকেট বোর্ড প্রকাশ্যে সাকিবকে শেষ টেস্ট খেলার সবুজ সংকেত দেয়নি। কেননা তিনি ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য। ছাত্র আন্দোলনে নিশ্চুপ থেকে হয়েছেন অনেকের চোখের কাটা।

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করায়, পাল্টে যেতে থাকে পরিস্থিতি। ক্রীড়া উপদেষ্টা থেকে বিসিবি সভাপতি সবাই স্বাগত জানান সাকিবকে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে সাকিব এখন আরব আমিরাতে অবস্থান করছেন। সেখানেই তার সঙ্গে প্রথমবার দেখা হবার কথা বিসিবি সভাপতি ফারুক আহমেদের।

৭১ টেস্টে অপরাজিত সাকিব বিদায়ী ৭২ নম্বর ম্যাচটা খেলতে শুরু করবেন ২১ অক্টোবর মিরপুরে।

 

এসবিএন