ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় নিহত ৪

স্বাধীনবাংলা,ময়মনসিংহ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : ০৯:৫৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ৯৬ বার পঠিত

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় বাসচাপায় নিহত ৪

স্বাধীনবাংলা টেলিভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

স্বাধীনবাংলা, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার (১১ অক্টোবর) সকাল পৌনে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা সংঘটিত হয়। ত্রিশাল থানার এসআই মঞ্জুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভালুকার রাসেল গার্মেন্টস নামে পোশাক কারখানার শ্রমিকদের বহন করা বাসটি ত্রিশাল থেকে শ্রমিকদের নিয়ে ভালুকার দিকে যাচ্ছিল। পথে চেলের ঘাটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ওভারটেক করে সামনে গিয়ে যাত্রী ওঠানোর সময় পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন- ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২)। তারা সবাই রাসেল গার্মেন্টের শ্রমিক।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয় বলে জানায় পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর রহমান বলেন, ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। নিহতরা সবাই কর্মস্থলে যাচ্ছিলেন।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, দুর্ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

 

এসবিএন

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় নিহত ৪

প্রকাশের সময় : ০৯:৫৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
সংবাদটি শেয়ার করুন :

স্বাধীনবাংলা, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার (১১ অক্টোবর) সকাল পৌনে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা সংঘটিত হয়। ত্রিশাল থানার এসআই মঞ্জুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভালুকার রাসেল গার্মেন্টস নামে পোশাক কারখানার শ্রমিকদের বহন করা বাসটি ত্রিশাল থেকে শ্রমিকদের নিয়ে ভালুকার দিকে যাচ্ছিল। পথে চেলের ঘাটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ওভারটেক করে সামনে গিয়ে যাত্রী ওঠানোর সময় পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন- ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২)। তারা সবাই রাসেল গার্মেন্টের শ্রমিক।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয় বলে জানায় পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর রহমান বলেন, ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। নিহতরা সবাই কর্মস্থলে যাচ্ছিলেন।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, দুর্ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

 

এসবিএন