বাংলাদেশ মহিলা পরিশদের টংগী শাখার উঠান বৈঠক অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০১:২০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ২২ বার পঠিত
স্বাধীনবাংলা, টংগী প্রতিনিধিঃ
বাংলাদেশ মহিলা পরিশদের টংগী শাখার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। টংগী সংগঠন উপ-পরিষদের উদ্যোগে এরশাদ নগর পাড়া কমিটির সভাপতি রুজিনা বেগমের সভাপতিত্বে আজ (২২ অক্টোবর) সকাল ১০টায় এরশাদ নগর রুজিনা বেগমের বাসায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় জেলা শাখা থেকে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মেহেরুন্নেছা সিমা এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খুশবুন্নাহার, সদস্য আয়শা।
সাংগঠনিক সম্পাদক মেহেরুন্নেছা সিমা আমাদের সমাজে নারীদের পিছিয়ে পড়ার কারণগুলো তুলে ধরে নারীদেরকে যেভাবে এগিয়ে নেয়া যায় তার জন্য উপস্থিত নারী-পুরুষের পারস্পরিক সহযোগিতা কামনা করেন যেন পরিবার, সমাজে, কাজের ক্ষেত্রে, রাষ্ট্রের সকল জায়গায় নারী-পুরষের সমতা থাকে।
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খুশবুন্নাহার বলেন, নানান চ্যালেঞ্জ মোকাবেলা করে নারীরা আজ অনেকদূর এগিয়ে গেলেও তার সামনে নতুন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে। নারীর অগ্রসরতার সাথে সাথে প্রতিবন্ধকতাও নতুন নতুন রূপ নিচ্ছে। সকল নারীর সমস্যা এক নয়। যেমন একজন কর্মজীবী নারীর সমস্যা ও গৃহিণীর জীবনের সমস্যা এক নয়। নারী যোগ্যতায় দক্ষতায় এগিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু সমাজ নারীকে পিছিয়ে দেয়ার চেষ্টায় সরব ভূমিকা পালন করছে। পিতৃতান্ত্রিক মানসিকতা ও ধর্মীয় গোড়ামি ধর্মান্ধতা সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিদ্যমান রয়েছে।
সর্বক্ষেত্রে নারীর অংশ গ্রহণ বাড়লেও অংশীদারিত্ব বাড়েনি। সিদ্ধান্ত গ্রহণে এখনও নারীর গুরুত্ব কম। তাই তিনি সমতা ভিত্তিক পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ মহিলা পরিষদের উদ্দেশ্য তুলে ধরে নারীদেরকে মহিলা পরিষদের সাথে যুক্ত হওয়ার আহবান জানান এবং বিভিন্ন কর্মসূচিতে নারী-পুরুষ উভয়েরই উপস্থিত থাকার অনুরোধ জানান।
সবশেষে সভাপতি রুজিনা বেগম উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উক্ত উঠান বৈঠক শেষ করেন। উক্ত উঠান বৈঠকে ৩২জন উপস্থিত ছিলেন।
এবিএন