সংবাদ শিরোনাম :
বড়দিনে টিএসসিতে বিশেষ প্রদর্শনী ‘নয়া মানুষ’
স্বাধীনবাংলা, বিনোদন ডেস্কঃ
- প্রকাশের সময় : ০৩:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ২ বার পঠিত
স্বাধীনবাংলা, বিনোদন ডেস্কঃ
এবার ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের আয়োজনে চলচ্চিত্র ‘নয়া মানুষ’ এর বিশেষ প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ২৫ ডিসেম্বর। বুধবার বিকেল থেকে টিএসসির গেইটের বুথে টিকিট পাওয়া যাবে।
আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে সোহেল রানা বয়াতি নির্মাণ করেছেন তাঁর প্রথম চলচ্চিত্র ‘নয়া মানুষ’। চরের মেহনতী মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে এই চলচ্চিত্র।
কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে চলচ্চিত্রটিতে অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আ. মা. ম. হাসানুজ্জামান, আশীষ খন্দকার, নাজমুল হোসেন, শাহাদাত সাব্বির, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশী প্রমুখ।
এসবিএন