প্যাকেজের অপেক্ষায় হজযাত্রীরা, একজন যাত্রীও পায়নি ১২৪ এজেন্সি
- প্রকাশের সময় : ১০:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ৮ বার পঠিত
স্বাধীনবাংলা,স্টাফ রির্পোটারঃ
আসছে আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। এর প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে গত ১ সেপ্টেম্বর থেকে। যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। তবে এখনও আশানুরূপ হজযাত্রী নিবন্ধন করেনি। সবশেষ তথ্য অনুযায়ী শনিবার (২৬ অক্টোবর) পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট আট হাজার ৩৩৪ জন প্রাথমিক নিবন্ধন করেছেন।
ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে, হজ ২০২৫ সালের জন্য গত ১ সেপ্টেম্বর থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে হজের প্রাথমিক নিবন্ধন। ৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করা হবে।
এদিকে আগামী বছরের হজ কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি পাওয়া এজেন্সির মধ্যে ১২৪টির কোনো প্রাক/নিবন্ধিত বা প্রাথমিক নিবন্ধিত হজযাত্রী না থাকায় এসব এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, ধর্ম মন্ত্রণালয় হিজরি ১৪৪৬/২০২৫ সালের হজের জন্য মোট ৮৯১টি হজ এজেন্সির তালিকা প্রকাশ করে। হজ ২০২৫ সালের জন্য গত ১ সেপ্টেম্বর থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। কিন্তু অনুমোদিত তালিকায় প্রকাশিত হজ এজেন্সির মধ্যে ১২৪টি হজ এজেন্সির কোনো প্রাক-নিবন্ধিত/প্রাথমিক নিবন্ধিত হজযাত্রী নেই। এ অবস্থায় ১২৪টি হজ এজেন্সিকে দ্রুত হজযাত্রী প্রাক-নিবন্ধন/প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয় চিঠিতে।
এই বিষয়ে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশ-(হাব) এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী গণমাধ্যমকে বলেন, হজের নিবন্ধনের জন্য আরও এক মাস সময় রয়েছে। আগামী ৩০ নভেম্বর হজ নিবন্ধন শেষ হবে। এ ছাড়া ৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করা হবে। এরপর অনেক হজযাত্রী নিবন্ধন শুরু করবেন। এখন নিবন্ধন কম হচ্ছে। সময় আছে তাই অনেকে নিবন্ধন করছেন না। অধিকাংশ হজযাত্রীরা শেষ সময়ে এসে নিবন্ধন করেন।
ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল বলেন, আমরা এজেন্সিগুলোকে সতর্ক করে দিচ্ছি, হজযাত্রীরা যেন হয়রানির শিকার না হন। এখনও এক মাসের বেশি সময় আছে, আমরা তাদের আগে থেকে স্মরণ করিয়ে দিচ্ছি।
১২৪ এজেন্সি এখনও কেন প্রাকনিবন্ধন করেনি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও কেন প্রাকনিবন্ধন করেনি তার উত্তর দেয়া কঠিন। তবে হাতে অনেক সময় আছে, এদের অনেককে একসঙ্গে করতে দেখা যায়। আমাদের কাছে তথ্যগুলো আছে, তাই এজেন্সিগুলোকে মাঝে মাঝে তাগিদ দেয়া হয়।
এসবিএন