জমি পতিত রাখা যাবে না, আবাদের আওতায় আনা হবে : উপ-সচিব
- প্রকাশের সময় : ০১:২৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৬৩ বার পঠিত
স্বাধীনবাংলা,বিভাগীয় ব্যুরো প্রধান,খুলনা।
খুলনার রূপসায় “কৃষিই সমৃদ্ধি” শ্লোগানকে সামনে রেখে “ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন” প্রকল্পের আওতায় শনিবার দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব শেখ হাফিজুর রহমান বলেন, পুষ্টির অভাব পূরনে পারিবারিক পুষ্টি বাগান, পতিত জমি ফেলে না রেখে আবাদের আওতায় আনা, উচ্চ ফলনশীল লবণ সহিষ্ণু /সুগন্ধী ধানের জাত সম্প্রসারন, ভুট্টার সাথে আন্তঃফসল চাষ করা, সর্জন পদ্ধতিতে ফল ও সবজি চাষ, পলিমালচ এর সুবিধা মাটির স্বাস্থ্য রক্ষায় ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করা।
খুলনা খামার বাড়ির উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কৃষকদের প্রশিক্ষণ দেন উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, ক্লাইমেট স্মার্টপ্রকল্পের মনিটরিং কর্মকর্তা ধীমন মজুমদার।
প্রশিক্ষণ শেষে উপ-সচিব শেখ হাফিজুর রহমান ও উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন প্রকল্প থেকে বিতরণকৃত পাওয়ার পাম্প, গার্ডেন টিলার, ইসি মিটার, ময়েশ্চার মিটারের কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। এরপর সংশ্লিষ্ট ব্লকের এসএএও সোহেল রানা ও হিমাদ্রি বিশ্বাসের সার্বিক সহযোগিতায় নৈহাটি গ্রামে মোঃ বাবুল হোসেন এর বেগুন ক্ষেত, জাবুসা সুলতানের এল এল পি এবং মাঠের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।