ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামি গানের ঘটনায় গ্রেপ্তার দুই

স্বাধীনবাংলা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : ১১:১৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ১৫ বার পঠিত
স্বাধীনবাংলা টেলিভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

স্বাধীনবাংলা, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের জেএমসেন হল পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের ঘটনায় দুইজনকে (০২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিস্তারিত চট্টগ্রাম থেকে খালিদ বিন লতিফের প্রতিবেদনেঃ

চট্টগ্রামের জেএমসেন হল পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, শহীদুল করিম (৪২) ও নুরুল ইসলাম (৩৪)। তারা দুজনই মাদরাসার শিক্ষক।

পুলিশ জানায়, গান পরিবেশনকারী ৬ জনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মামলা হয়েছে। ওই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- আব্দুল্লাহ ইকবাল (৩০), রনি (২৮), গোলাম মোস্তফা (৩৬) ও মো. মামুন (২৮)।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নগরীর জে এম সেন হলে পূজামণ্ডপে সংগীত পরিবেশন করেন চট্টগ্রাম কালচারাল একাডেমির কয়েকজন শিল্পী। তারা দুটি গান পরিবেশন করেন। তবে এর একটি ইসলামী সংগীতের কয়েককটি লাইন নিয়ে সমালোচনা শুরু হয়।

এ নিয়ে উত্তেজনা দেখা দেয় পূজা উদযাপন কমিটির দুপক্ষের মধ্যে। মুহুর্তের মধ্যে জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

প্রত্যক্ষদর্শী জানায়, চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি সাংস্কৃতিক সংগঠনের ছয় সদস্য অনুষ্ঠানে দুটি গান পরিবেশন করেন। তার মধ্যে একটি গান ছিল ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩ মিনিটের ভিডিওটিতে দেখা যায়, ছয়জন তরুণ মঞ্চে গান পরিবেশন করছেন। এ সময় তারা একটি ইসলামি সংগীতও পরিবেশন করছেন। আশপাশে উপস্থিত কয়েকজনকে সেটি মুঠোফোনে ধারণ করতে দেখা গেছে।

 

এসবিএন/খালিদ বিন লতিফ

চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামি গানের ঘটনায় গ্রেপ্তার দুই

প্রকাশের সময় : ১১:১৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
সংবাদটি শেয়ার করুন :

স্বাধীনবাংলা, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের জেএমসেন হল পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের ঘটনায় দুইজনকে (০২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিস্তারিত চট্টগ্রাম থেকে খালিদ বিন লতিফের প্রতিবেদনেঃ

চট্টগ্রামের জেএমসেন হল পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, শহীদুল করিম (৪২) ও নুরুল ইসলাম (৩৪)। তারা দুজনই মাদরাসার শিক্ষক।

পুলিশ জানায়, গান পরিবেশনকারী ৬ জনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মামলা হয়েছে। ওই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- আব্দুল্লাহ ইকবাল (৩০), রনি (২৮), গোলাম মোস্তফা (৩৬) ও মো. মামুন (২৮)।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নগরীর জে এম সেন হলে পূজামণ্ডপে সংগীত পরিবেশন করেন চট্টগ্রাম কালচারাল একাডেমির কয়েকজন শিল্পী। তারা দুটি গান পরিবেশন করেন। তবে এর একটি ইসলামী সংগীতের কয়েককটি লাইন নিয়ে সমালোচনা শুরু হয়।

এ নিয়ে উত্তেজনা দেখা দেয় পূজা উদযাপন কমিটির দুপক্ষের মধ্যে। মুহুর্তের মধ্যে জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

প্রত্যক্ষদর্শী জানায়, চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি সাংস্কৃতিক সংগঠনের ছয় সদস্য অনুষ্ঠানে দুটি গান পরিবেশন করেন। তার মধ্যে একটি গান ছিল ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩ মিনিটের ভিডিওটিতে দেখা যায়, ছয়জন তরুণ মঞ্চে গান পরিবেশন করছেন। এ সময় তারা একটি ইসলামি সংগীতও পরিবেশন করছেন। আশপাশে উপস্থিত কয়েকজনকে সেটি মুঠোফোনে ধারণ করতে দেখা গেছে।

 

এসবিএন/খালিদ বিন লতিফ