ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা,

গাজীপুরের কালীগঞ্জে ৪৭টি মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি

মোঃ শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : ০৬:১৪:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ৪১ বার পঠিত

গাজীপুরের কালীগঞ্জে ৪৭টি মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি

স্বাধীনবাংলা টেলিভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

মোঃ শাহ নেওয়াজ, স্বাধীনবাংলাঃ

গাজীপুরের কালীগঞ্জে প্রতিমা কারিগররা শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন। চলছে তুলির নিপূন ছোঁয়ায় প্রতিমায় রঙ ও অন্যান্য আনুষাঙ্গিক কাজ। কালীগঞ্জ উপজেলায় এবার ৪৭ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আনন্দঘন পরিবেশে সাড়ম্বরে পূজা উদযাপন করতে পারবেন বলে আশাবাদী পূজার আয়োজকেরা।

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আর পূজারিরা, পূজা আয়োজক ও পূজা উদযাপন কমিটির নেতারা বলছেন, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে এবার সার্বজনীন এই মহোৎসব অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন তারা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী প্রদীপ কুমার মিত্র (ভজন)সূত্রে জানা যায় , সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব উপলক্ষে কালীগঞ্জ উপজেলায় এ বছর ৪৮ টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৪৭ টি পূজা মন্ডবে তাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

গাজীপুর জেলার ৫টি থানায় গাজীপুর সদর, শ্রীপুর, কালিয়াকৈর, কালিগঞ্জ ও কাপাসিয়ায় এবার  মোট ৩৫৮টি পূজা মন্ডব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

স্থানীয় একাধিক পূজা মণ্ডপে গিয়ে দেখা যায়, এবারের পূজাকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে প্রতিমায় শিল্পীর শৈল্পিক কারুকাজে মনোমুদ্ধকর করে সজ্জিত করতে চলছে শেষ সময়ের প্রস্তুতি।

কালীগঞ্জ উপজেলা পৌরসভা সদর বাজারের কেন্দ্রিয় কালীগঞ্জ কালীবাড়ী দূর্গা মন্দিরের মৃত শিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা তাদের পূর্ব পুরুষদের পেশা ধরে রাখতে এ পেশা বেছে নিয়েছেন। কালীগঞ্জ বাজার দূর্গা মন্দিরে কর্মরত মৃতশিল্পীরা জানান, প্রতিটি মণ্ডপের প্রতিমা তৈরিতে ৬০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত গ্রহণ করা হয়ে থাকে।

পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার মিত্র (ভজন)বলেন, সরকারি নির্দেশনা মেনে এ বছর কালীগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ৪৭ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নিবার্হী অফিসার শেখ মো. ইমাম রাজি টুলু । তিনি বলেন, ধর্ম যার যার হলেও উৎসব সবার। নিরাপত্তায় তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় থাকছে। প্রতিটি মণ্ডপে আনসার সদস্য থাকবে। অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ র‌্যাবের টহল জোরদার করা হবে।

দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পুরোহিতদের মতে, এবার দুর্গা ঘটের মাধ্যমে আবির্ভূত হবেন এবং নৌকায় প্রস্তান করবেন। বিশ্ব শান্তির পাশাপাশি মানব কল্যাণে দুর্গার আবির্ভাবে সকল গ্লানিমুক্ত হবে বলে বিশ্বাস তাদের।

 

এসবিএন

প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা,

গাজীপুরের কালীগঞ্জে ৪৭টি মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি

প্রকাশের সময় : ০৬:১৪:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
সংবাদটি শেয়ার করুন :

মোঃ শাহ নেওয়াজ, স্বাধীনবাংলাঃ

গাজীপুরের কালীগঞ্জে প্রতিমা কারিগররা শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন। চলছে তুলির নিপূন ছোঁয়ায় প্রতিমায় রঙ ও অন্যান্য আনুষাঙ্গিক কাজ। কালীগঞ্জ উপজেলায় এবার ৪৭ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আনন্দঘন পরিবেশে সাড়ম্বরে পূজা উদযাপন করতে পারবেন বলে আশাবাদী পূজার আয়োজকেরা।

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আর পূজারিরা, পূজা আয়োজক ও পূজা উদযাপন কমিটির নেতারা বলছেন, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে এবার সার্বজনীন এই মহোৎসব অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন তারা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী প্রদীপ কুমার মিত্র (ভজন)সূত্রে জানা যায় , সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব উপলক্ষে কালীগঞ্জ উপজেলায় এ বছর ৪৮ টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৪৭ টি পূজা মন্ডবে তাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

গাজীপুর জেলার ৫টি থানায় গাজীপুর সদর, শ্রীপুর, কালিয়াকৈর, কালিগঞ্জ ও কাপাসিয়ায় এবার  মোট ৩৫৮টি পূজা মন্ডব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

স্থানীয় একাধিক পূজা মণ্ডপে গিয়ে দেখা যায়, এবারের পূজাকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে প্রতিমায় শিল্পীর শৈল্পিক কারুকাজে মনোমুদ্ধকর করে সজ্জিত করতে চলছে শেষ সময়ের প্রস্তুতি।

কালীগঞ্জ উপজেলা পৌরসভা সদর বাজারের কেন্দ্রিয় কালীগঞ্জ কালীবাড়ী দূর্গা মন্দিরের মৃত শিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা তাদের পূর্ব পুরুষদের পেশা ধরে রাখতে এ পেশা বেছে নিয়েছেন। কালীগঞ্জ বাজার দূর্গা মন্দিরে কর্মরত মৃতশিল্পীরা জানান, প্রতিটি মণ্ডপের প্রতিমা তৈরিতে ৬০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত গ্রহণ করা হয়ে থাকে।

পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার মিত্র (ভজন)বলেন, সরকারি নির্দেশনা মেনে এ বছর কালীগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ৪৭ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নিবার্হী অফিসার শেখ মো. ইমাম রাজি টুলু । তিনি বলেন, ধর্ম যার যার হলেও উৎসব সবার। নিরাপত্তায় তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় থাকছে। প্রতিটি মণ্ডপে আনসার সদস্য থাকবে। অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ র‌্যাবের টহল জোরদার করা হবে।

দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পুরোহিতদের মতে, এবার দুর্গা ঘটের মাধ্যমে আবির্ভূত হবেন এবং নৌকায় প্রস্তান করবেন। বিশ্ব শান্তির পাশাপাশি মানব কল্যাণে দুর্গার আবির্ভাবে সকল গ্লানিমুক্ত হবে বলে বিশ্বাস তাদের।

 

এসবিএন