ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কখন নির্বাচন হবে সেটি একটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত- ড. মুহাম্মদ ইউনূস

স্বাধীনবাংলা, ডেস্ক নিউজঃ
  • প্রকাশের সময় : ১১:০১:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ১৩ বার পঠিত
স্বাধীনবাংলা টেলিভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

স্বাধীনবাংলা, ডেস্ক নিউজঃ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “কখন নির্বাচন হবে সেটি একটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, এবং এটি আমাদের উপর নির্ভর করে না।” রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, “আমরা ছাত্রদের আহ্বানে এসেছি। তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের জনগণ আমাদের এই দায়িত্ব সমর্থন করেছে। আমরা ক্রমাগত সবাইকে এই বিষয়টি স্মরণ করিয়ে দেব যাতে এই প্রশ্ন না ওঠে, আমরা কখন যাব। যখন তারা বলবে, তখনই আমরা চলে যাব।”

তিনি আরও উল্লেখ করেন, “আমরা নির্বাচন কমিশনের সংস্কার কাজ করব এবং কমিশনকে যে কোনো সময় একটি আদর্শ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রাখব।”

ড. ইউনূস বলেন, “যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়েছিল, সেই স্বপ্ন পূরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। রাষ্ট্র সংস্কারের কাজে আমাদের সফল হওয়া অপরিহার্য।”

প্রধান উপদেষ্টা বলেন, “সরকারের পক্ষ থেকে আমরা দোয়া ও সহযোগিতা কামনা করছি। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। এখনই সব দাবি পূরণের জন্য চাপ সৃষ্টি করা, এবং প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মুখে ফেলা, মামলা গ্রহণে বাধ্য করা, বা বিচারের আগে হামলা করে এক ধরনের বিচার করে ফেলার প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। ছাত্র-জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসবের কাছে ম্লান হয়ে যাবে এবং নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা ব্যাহত হবে।”

ড. ইউনূস বলেন, “এ পরিস্থিতি থেকে হঠাৎ উত্তরণ সম্ভব নয়। দুর্বল কাঠামোর ওপর ভিত্তি করে আমাদের দেশ পুনর্গঠনের কাজ শুরু করতে হয়েছে। আমরা বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই, যাতে দেশের জনগণই সত্যিকারের ক্ষমতার উৎস হয় এবং বিশ্ব দরবারে মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে স্বীকৃত হয়।”

এসবিএন

ট্যাগস :

কখন নির্বাচন হবে সেটি একটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত- ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশের সময় : ১১:০১:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
সংবাদটি শেয়ার করুন :

স্বাধীনবাংলা, ডেস্ক নিউজঃ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “কখন নির্বাচন হবে সেটি একটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, এবং এটি আমাদের উপর নির্ভর করে না।” রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, “আমরা ছাত্রদের আহ্বানে এসেছি। তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের জনগণ আমাদের এই দায়িত্ব সমর্থন করেছে। আমরা ক্রমাগত সবাইকে এই বিষয়টি স্মরণ করিয়ে দেব যাতে এই প্রশ্ন না ওঠে, আমরা কখন যাব। যখন তারা বলবে, তখনই আমরা চলে যাব।”

তিনি আরও উল্লেখ করেন, “আমরা নির্বাচন কমিশনের সংস্কার কাজ করব এবং কমিশনকে যে কোনো সময় একটি আদর্শ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রাখব।”

ড. ইউনূস বলেন, “যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়েছিল, সেই স্বপ্ন পূরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। রাষ্ট্র সংস্কারের কাজে আমাদের সফল হওয়া অপরিহার্য।”

প্রধান উপদেষ্টা বলেন, “সরকারের পক্ষ থেকে আমরা দোয়া ও সহযোগিতা কামনা করছি। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। এখনই সব দাবি পূরণের জন্য চাপ সৃষ্টি করা, এবং প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মুখে ফেলা, মামলা গ্রহণে বাধ্য করা, বা বিচারের আগে হামলা করে এক ধরনের বিচার করে ফেলার প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। ছাত্র-জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসবের কাছে ম্লান হয়ে যাবে এবং নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা ব্যাহত হবে।”

ড. ইউনূস বলেন, “এ পরিস্থিতি থেকে হঠাৎ উত্তরণ সম্ভব নয়। দুর্বল কাঠামোর ওপর ভিত্তি করে আমাদের দেশ পুনর্গঠনের কাজ শুরু করতে হয়েছে। আমরা বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই, যাতে দেশের জনগণই সত্যিকারের ক্ষমতার উৎস হয় এবং বিশ্ব দরবারে মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে স্বীকৃত হয়।”

এসবিএন