স্বাধীনবাংলা, সিলেট প্রতিনিধিঃ
গরমে দিনভর হাঁসফাঁসের পর স্বস্তির বৃষ্টির দেখা পেল সিলেটবাসী। গতকাল রোববার (২১ এপ্রিল) বিকেল চারটায় শুরু হয় এই বৃষ্টি। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সেই বৃষ্টি কখনও মুষলধারে, কখনো আবার ফোটা ফোটা বা গুড়ি আকারে ঝরেছে। সেই সাথে শরীর ঠান্ডা হওয়ার মতো শীতল বাতাস।
সারাদিন সকাল থেকেই গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। তারই ধারাবাহিকতায় অনেককেই দেখা গেছে বৃষ্টিতে ভিজতে।
তীব্র গরমের পর এক পসলা বৃষ্টিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় অনেকেই। সিংহভাগের মতামত, এই বৃষ্টিতে সামান্য হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন তারা।
এদিকে, সিলেট আবহাওয়া অফিস জানায়, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এসময় তিনি আরও জানান, সিলেটে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
এসবিএন