স্বাধীনবাংলা, খেলার খবরঃ
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বুধবার (১৬ অক্টোবর) সকালে ঢাকা পৌঁছে দক্ষিণ আফ্রিকা জাতীয় দল। সকাল ৮টার কিছু আগেই হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে প্রোটিয়ারা। প্রোটিয়ারা আসন্ন এই সিরিজে স্পিনারদের প্রধান্য দিচ্ছে।
এদিকে ঢাকায় প্রোটিয়াদের পা রাখার দিনে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে এ দল ঘোষণা করা হয়।
নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও অন্তর্বর্তী সরকারের গ্রীন সিগন্যাল পেয়েই দলে রাখা হয়েছে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। জানা গেছে আগামীকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন সাকিব। ফিরেই নিরাপত্তা বলয়ের মধ্যে চলে যাবেন টিম হোটেলে। এরপর সেখান থেকে অনুশীলন মাঠে।
আগামী সোমবার (২১ অক্টোবর) মিরপুরে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে। এই ম্যাচ দিয়েই নিজের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন সাকিব আল হাসান। এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ৩ নভেম্বর নিজ দেশে ফিরে যাবেন প্রোটিয়া ক্রিকেটাররা। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের এই দুই টেস্ট।
প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াডঃ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
এসবিএন